Viral video

Viral: টিভি ক্যামেরা বন্ধ হতেই কিশোরকে সপাটে চড় পাক সাংবাদিকের!

পাকিস্তানের টিভি সাংবাদিক ইদ উপলক্ষ্যে ধারাভাষ্য দিচ্ছিলেন ক্যামেরায়। তাঁকে ঘিরে হওয়া ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল ওই কিশোর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জুলাই ২০২২ ১৩:২১
Share:

ছবি : টুইটার থেকে।

পাকিস্তানের এক মহিলা সাংবাদিক টিভির ক্যামেরায় ধারাভাষ্য দিতে দিতে আচমকাই মেজাজ হারালেন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে খবর বলছিলেন তিনি। যাকে ‘পিটুসি’ বা ‘পিস টু ক্যামেরা’ বলা হয়। বক্তব্য শেষ হতেই পাশে দাঁড়ানো এক কিশোরকে সপাটে থাপ্পড় মারতে দেখা যায় তাঁকে। অনুমান করা হচ্ছে ওই কিশোর তাঁর রিপোর্টিংয়ের সময় তাঁকে বিরক্ত করছিল।

Advertisement

রবিবার ইদের সকালে পাকিস্তানে ইদ উদযাপনের খবর করতে এসেছিলেন ওই টিভি সাংবাদিক। তাঁকে ঘিরে ভিড় করেছিল জনতা। ওই কিশোর দাঁড়িয়েছিল সেই ভিড়ের মধ্য়েই। সম্ভবত সেখানেই খবর বলার সময় তাঁকে ওই কিশোর বিরক্ত করে থাকবে বলে অনুমান। যার জের ওই থাপ্পড়। যদিও সাংবাদিকের থাপ্পড়ের ঘটনার একটি ভিডিয়ো রেকর্ডিং নেট মাধ্যমে ছড়িয়ে পড়ার পরও সাংবাদিক বা তাঁর সংস্থার তরফে কোনও সাফাই দেওয়া হয়নি।

পাকিস্তানের মহিলা সাংবাদিকের ওই থাপ্পড়ের ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সর্বত্র। সাংবাদিক ঠিক করেছেন নাকি ভুল তা নিয়ে দ্বিধাবিভক্ত ভিডিয়োটির দর্শকেরা। ইতিমধ্যেই ভিডিয়াটি লাখ লাখবার দেখে ফেলেছেন দর্শকেরা। এসেছে নানারকম মন্তব্যও। অনেকেই ওই সাংবাদিককে প্রশংসা করে লিখেছেন, থাপ্পড়টি যথার্থ। এই ‘শাস্তি’ ওই কিশোরের প্রাপ্য ছিল। অনেকে অবশ্য এমন প্রশ্নও তুলেছেন, যে ওই কিশোরকে থাপ্পড় মারার অধিকার কি সাংবাদিকের রয়েছে?

Advertisement

পাকিস্তানে সাংবাদিকদের ঘিরে ধরে জনতার বিরক্ত করার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও হয়েছে। সেই সব ভিডিয়োও প্রকাশ্যে এসেছে বহুবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement