শুধুই ডাক্তারদের মনের মতো পাত্র-পাত্রী! এ ‘তথ্যকেন্দ্রে’ বাকিদের প্রবেশ নিষেধ

বিয়ের ওয়েবসাইট। তবে তাতে সবাই নিজের নাম লেখাতে পারবেন না। সে সুযোগ পাবেন কেবল পেশায় চিকিৎসকরাই। তাঁদেরই থাকবে পছন্দের সঙ্গী বাছার সুযোগ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০২২ ২০:০০
Share:

প্রতীকী ছবি।

চিকিৎসক জামাই পেতে চান! কিংবা চিকিৎসক বউমা? তবে এই ওয়েবসাইটই হোক আপনার গন্তব্য। শুধু চিকিৎসকদের পছন্দের পাত্র-পাত্রী খুঁজে দিতে তৈরি হয়েছে একটি বিয়ের ওয়েবসাইট। যার সন্ধান পেয়ে চমকে গিয়েছেন অনেকেই।

ওই ওয়েবসাইটটির নাম ‘মেডিকো লাইফ পার্টনার’। বেশ ফলাও করেই চিকিৎসকদের পছন্দের সঙ্গী খুঁজে দেওয়ার দাবি করেছে ওয়েবসাইটটি । যদিও এমন একচোখো ওয়েবসাইটের খবর নেটমাধ্যমে প্রকাশ্যে আসতেই রেগে গিয়েছেন নেটাগরিকদের একাংশ। সমালোচনার পাশাপাশি অবশ্য কিছু ইঞ্জিনিয়ার বা তথ্যপ্রযুক্তি কর্মীকে আফশোসও করতে দেখা গিয়েছে। তাঁদের প্রশ্ন চিকিৎসকদের মতো ইঞ্জিনিয়ারদের জন্যও সঙ্গী খোঁজার ওয়েবসাইট তৈরি হোক।

Advertisement

প্রসঙ্গত এর আগে আইআইটি-র পড়ুয়াদের জন্য সঙ্গী খোঁজার একটি ওয়েবসাইটও এমন সমালোচনার মুখে পড়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement