video of man stuck in chimney

পিছনে পুলিশ, পালাতে চিমনিতে আশ্রয়! আটকে গিয়ে উদ্ধারে পুলিশকেই ডাকলেন অভিযুক্ত

মাদক পাচারের অভিযোগে রবার্ট নামের এক যুবককে ধরতে আসে পুলিশ। গ্রেফতারি এড়াতে চিমনির ভিতরে লুকিয়ে পড়েন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৮:১৯
Share:

ছবি: সংগৃহীত।

পুলিশের হাত থেকে বাঁচতে সান্তা ক্লজ়ের কায়দায় চিমনিতে ঢুকে বসেছিলেন এক ব্যক্তি। পরিকল্পনা ছিল পুলিশের চোখে ধুলো দিয়ে সময়মতো চিমনি বেয়ে নেমে পিঠটান দেওয়ার। তাতেও শেষরক্ষা হল না। চিমনিতে ঢুকে আটকে গেলেন সেই ব্যক্তি। পরে খোঁজ পেয়ে সেখান থেকে তাঁকে উদ্ধার করার পর পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। ঘটনাটি ঘটেছে আমেরিকার ম্যাসাচুসেটসে। চিমনিতে আটকে যাওয়া ব্যক্তির নাম রবার্ট ল্যাংলাইস। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রবার্ট ও তাঁর এক সঙ্গীকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করতে আসে ফল রিভার এলাকার পুলিশ। গত ১০ ডিসেম্বর মাদকদ্রব্য মজুত ও বিক্রি করার খবর পেয়ে পুলিশ একটি বাড়িতে তল্লাশি চালাতে আসে।

Advertisement

পুলি‌শের বিবৃতি অনুযায়ী, ওই বাড়িতে তাঁরা পৌঁছনোর পর মাদক পাচারকারী দলের দু’জন পুলিশের হাত থেকে বাঁচার জন্য পালাতে থাকেন। তার মধ্যে এক জন ছিলেন ৩৩ বছরের রবার্ট। অন্য এক জন ছাদ থেকে লাফ দিয়ে নীচে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপরে পড়ে যান। রবার্ট গ্রেফতারি এড়াতে চিমনির ভিতরে লুকিয়ে পড়েন। আর তাতেই বিপদ বাড়ে তাঁর। চিমনিটি সঙ্কীর্ণ হওয়ায় সেখান থেকে বেরোতে পারেননি রবার্ট। শেষমেশ উদ্ধার পাওয়ার জন্য পুলিশকেই ডাকাডাকি করতে হয় তাঁকে। পুলিশ এসে চিমনির ইট ভেঙে সেখান থেকে তুলে আনেন রবার্টকে। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সোজা গরাদে ঠাঁই হয়েছে রবার্টের। রবার্টকে উদ্ধারের ভিডিয়োটি পুলিশের শরীরে আটকানো ক্যামেরায় বন্দি হয়েছে। ফেসবুকের পাতায় ফল রিভার পুলিশের পক্ষ থেকে তা পোস্ট করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement