ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
সমাজমাধ্যমে পরিচিতি পাওয়ার জন্য অনেকেই নানা স্টান্ট, কসরত করে থাকেন। নিজের প্রাণের ঝুঁকি নিয়েও নানা বিপজ্জনক খেলায় মেতে ওঠেন সমাজমাধ্যম প্রভাবীরা। ঠিক এমনই এক ভয়ঙ্কর ঝুঁকি নিলেন পাকিস্তানের এক সমাজমাধ্যম প্রভাবী। প্রাণের তোয়াক্কা না করেই সটান বাঘের সঙ্গে খেলা করার এক ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ করে হইচই ফেলে দিয়েছেন ওই পাক নেটপ্রভাবী। যা দেখে তাঁকে অবিবেচক ও বেপরোয়া বলে আখ্যা দিয়েছে সমাজমাধ্যম। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ওই ব্যক্তির নাম নৌমান হাসান। নিজের ইনস্টাগ্রাম সমাজমাধ্যমের পাতায় তিনি একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। সেই ভিডিয়োয় তাঁর স্টান্টের সঙ্গী হিসাবে দেখা গিয়েছে একটি বিশাল বাঘকে। ভিডিয়োটি পোস্ট করে তিনি লিখেছেন ‘‘আমার বাঘ রকির সঙ্গে আমার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।’’ ভিডিয়োয় দেখা গিয়েছে শিকলবন্দি বাঘের খোলা মুখের ভিতরে হাত ঢুকিয়ে কয়েক সেকেন্ডের জন্য রেখে দিয়েছেন হাসান। অন্য একটি হাত দিয়ে বাঘের গলা জড়িয়ে ধরেছেন তিনি। এই দুঃসাহসিক কাজটি তিনি একাধিক বার করেছেন। তবে বাঘটিকেও শান্ত অবস্থায় হাসানকে স্টান্ট দেখানোর কাজে সহায়তা করতে দেখা গিয়েছে।
ভিডিয়োটি ভাইরাল হতেই অনেকেই এই ধরনের স্টান্টগুলির সম্ভাব্য বিপদ সম্পর্কে উদ্বেগপ্রকাশ করেছেন। পোস্টের মন্তব্য বিভাগে সমালোচনামূলক প্রতিক্রিয়ার ঝড় বয়ে গিয়েছে। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।’’ অন্য এক জন যোগ করেছেন, ‘‘এটিকে আমি বোকামি বলছি।’’ তৃতীয় এক জন ব্যবহারকারী উল্লেখ করেছেন, ‘‘শুধুমাত্র কয়েক জন অনুগামী পাওয়ার জন্য এটি করার দরকার নেই।’’