Viral Video

পেডিকিয়োর করতে গিয়ে হেসে কুটিপাটি, চেয়ারে বসে গড়াগড়িও খেলেন বৃদ্ধ

নখের যত্ন নেবেন বলে জীবনে প্রথম বার পেডিকিয়োর করাচ্ছেন তিনি। পার্লারের এক তরুণী কর্মী বৃদ্ধের পা পরিষ্কার করা শুরু করলেন। কিন্তু তাতেই হেসে গড়িয়ে গেলেন বৃদ্ধ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১২:১১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বুড়ো বয়সে নখের যত্ন নেওয়ার শখ হয়েছিল। তাই পার্লারে পেডিকিয়োর করাতে গিয়েছিলেন বৃদ্ধ। জলের মধ্যে পা ডুবিয়ে বসে রয়েছেন তিনি। যে মুহূর্তে পার্লারের তরুণী কর্মী তাঁর পায়ের তলা পরিষ্কার করতে শুরু করলেন তখনই হেসে গড়িয়ে পড়লেন বৃদ্ধ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘ডিটিট্রান্সপোর্টস’ নামের অ্যাকাউন্ট থেকে সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, পার্লারে পর পর চেয়ারে বসে পেডিকিয়োর করাচ্ছেন কয়েক জন। একটি চেয়ারে বসে রয়েছেন এক জন বৃদ্ধ। নখের যত্ন নেবেন বলে জীবনে প্রথম বার পেডিকিয়োর করাতে গিয়েছেন তিনি। পার্লারের এক তরুণী কর্মী বৃদ্ধের পা পরিষ্কার করা শুরু করলেন। আর তাতেই হেসে গড়িয়ে গেলেন বৃদ্ধ।

আসলে পেডিকিয়োর করাতে গিয়ে পায়ে সুড়সুড়ি লাগছিল বৃদ্ধের। কোনও মতেই হাসি থামাতে পারছিলেন না তিনি। চেয়ারে বসেই এ দিক-ও দিক গড়িয়ে হাসতে থাকেন তিনি। বৃদ্ধের অবস্থা দেখে হেসে ফেলেন পার্লারে উপস্থিত অন্যরাও। এক তরুণী আবার নিজের ফোনে সেই ঘটনাটি ভিডিয়োবন্দি করেন।

Advertisement

ঘটনাটি কোথায় ঘটেছে সেই প্রসঙ্গে জানা না গেলেও বৃদ্ধের এই ভিডিয়ো দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক বলেছেন, ‘‘ভিডিয়োটি দেখে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল।’’ আবার এক নেটব্যবহারকারীর মন্তব্য, ‘‘বৃদ্ধ যে এমন ভাবে মন খুলে হাসছেন তা দেখেই ভাল লাগছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement