২৪ পাতার চিঠি লিখে আত্মঘাতী বেঙ্গালুরুর সফটওয়্যার ইঞ্জিনিয়র অতুল সুভাষ। স্ত্রী, শাশুড়ি এবং পারিবারিক আদালতের কোর্টের বিচারকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন ৩৪ বছরের যুবক। অতুলের বেঙ্গালুরুর ঘরে বড় বড় করে লেখা, ‘জাস্টিস ইজ় ডিউ’। শেষ বার্তায় অতুলের আর্জি, ন্যায়বিচার হলে তবেই যেন তাঁর অস্থি গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। নয়তো আদালতের নর্দমায়।