ছবি: এক্স থেকে নেওয়া।
সারা গায়ে রুপোলি রং। সামনে রাখা ভাঙা একটি বালতি, ঘুমে চোখ জুড়ে আসছে। ঢলে পড়ছে মাথা। তাতেও ছুটি নেই একরত্তির। খাবার জোটাতে ভিক্ষা করতে হবে। তাই রাস্তায় বসে বসেই ঢুলছে সে। অন্ধপ্রদেশের কুর্নুলের রাস্তায় বসে ভিক্ষা করতে দেখা করতে দেখা গিয়েছে এক অদ্ভুতদর্শন শিশুকে। সেই দৃশ্য দেখে চমকে উঠেছে সমাজমাধ্যম। সম্প্রতি সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি প্রকাশিত হয়েছে। ভিডিয়োটি দেখে প্রতিক্রিয়া দিয়েছেন অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং যোগাযোগ এবং মানবসম্পদ উন্নয়ন বিভাগের মন্ত্রী লোকেশ নারা। তিনি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে ঘটনাটির তদন্তের আশ্বাস দিয়েছেন। প্রথমে ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল। ইন্ডিয়া টুডের পক্ষ থেকে ভিডিয়োটির সত্যতা যাচাই করা হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত তদন্ত করে সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয় ভিডিয়োটি আসল (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ২০ নভেম্বর এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। দেড় লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শিশুটিকে একটি অসমান রাস্তার উপর অদ্ভুত ভাবে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। সংবাদমাধ্যমে বলা হয়েছে এই ভাবেই নজর কাড়তে শিশুদের রাস্তায় বসিয়ে ভিক্ষা করানো হয়। এই শিশুর অভিভাবকদের স্থানীয় বাসিন্দারা বহু বার বারণ করা সত্ত্বে তাঁরা কথা কানে নেন না বলে অভিযোগ। তবে মন্ত্রী বিষয়টিতে হস্তক্ষেপ করার ফলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে জানা গিয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাওয়া শিশু-সহ মোট নয়টি শিশুকে এই ভাবে রাস্তায় ভিক্ষা করতে বাধ্য করা হয়েছিল। পুলিশ শিশুগুলিকে উদ্ধার করেছে এবং তাদের অভিভাবকদের সতর্ক করে দেওয়া হয়েছে।