Viral News

কুমীরের সঙ্গে লড়ে জিতে গেল ১৪ বছরের কিশোর, সাহস দেখে থ বন্ধুরা

ওড়িশার কেন্দ্রাপাড়ার এই ঘটনায় কিশোরের সাহস দেখে চমকে গিয়েছে তার সঙ্গে নদীতে স্নান করতে নামা বন্ধুরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০২২ ২০:২০
Share:

প্রতীকী ছবি।

কুমীরের সঙ্গে লড়াই চলছিল ১৪ বছরের এক কিশোরের। শেষে কুমীরটিই হাল ছাড়ল। নিজেকে বাঁচাতে কুমীরের মাথায় এলোপাথারি আঘাত করছিল কিশোরটি। সেই মার সহ্য করতে না পেরেই কুমীরটি তার চোয়ালে চেপে রাখা ছেলেটির পা ছেড়ে দেয়। বেঁচে যায় ওই কিশোর।

Advertisement

ওড়িশার কেন্দ্রাপাড়ার এই ঘটনায় কিশোরের সাহস দেখে চমকে গিয়েছে তার সঙ্গে নদীতে স্নান করতে নামা বন্ধুরা। চোখের সামনে কুমীরটি আক্রমণ করছে দেখেও সাহস করে বাধা দিতে পারেনি কেউ। শেষে আক্রান্ত কিশোরটিই কুমীরের চোখে এবং মাথায় মরিয়া হয়ে আক্রমণ করে। তাতেই কাজ হয়।

তবে এই ঘটনায় ওই কিশোর বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, কেন্দ্রাপাড়ার ওই নদীতে কুমীরের আক্রমণ বেড়েছে। বেশ কিছুদিন ধরেই। বিষয়টি বন দফতরকে জানিয়েওছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement