গাড়ির সামনে সিংহের দল। ছবি: সংগৃহীত।
চার দিকে ঘুটঘুটে অন্ধকার। জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে ধীর গতিতে যাত্রীদের নিয়ে এগিয়ে যাচ্ছিল একটি গাড়ি। হঠাৎ ভয় পেয়ে মাঝরাস্তায় গাড়ি থামিয়ে দিলেন গাড়ির চালক। কারণ, গাড়ির সামনে তখন সিংহের দল। একের পর এক সিংহ গাড়ির সামনে দিয়ে রাস্তা পার করছে। তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে ‘বনের রানি’। এমনই এক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, ঘুটঘুটে অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একটি গাড়ি। গাড়ির হেডলাইটের আলোয় রাস্তার সামনের অংশটুকু দেখা যাচ্ছে। রাস্তা পার করছে একের পর এক সিংহ। সামনে রয়েছে এক সিংহী। তার পিছনে পথ অনুসরণ করে চলেছে কমবয়সি সিংহেরা। দলে রয়েছে একাধিক শাবকও। বাচ্চারা যেন পথভ্রষ্ট না হয়ে পড়ে, সে কারণে দলের একেবারে পিছনে রয়েছে একটি বিশাল চেহারার সিংহ। গাড়ির সামনে বসে থাকা এক যাত্রী তাঁর ফোনে দৃশ্যটি বন্দি করেছেন বলে বোঝা যাচ্ছে। জানা গিয়েছে, গুজরাতের গির জাতীয় উদ্যানের কাছে একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। রাতে গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তায় এই দৃশ্য দেখেছেন স্থানীয়েরা। তবে সিংহের শিকার হননি তাঁরা। শান্ত ভাবেই বনের রাজা-রানিরা রাস্তা পার করে জঙ্গলের ভিতর চলে যায়।