প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
পুজো আসতে মাত্র কয়েকদিন বাকি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে। বৃষ্টি মাথায় নিয়ে জোর কদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। যাদবপুর শ্যামাপল্লির এ বছরের ভাবনা সম্পৃক্ত। শিল্পীর কথায়, দর্শক মণ্ডপে প্রবেশ করলে তবেই এই মণ্ডপ পরিপূর্ণতা পাবে। এমনভাবেই থিম ভাবা হয়েছে। মণ্ডপে থাকবে আলোর কারুকাজ। বৃষ্টির জন্য সমস্যায় পড়তে হচ্ছে। কাজ বাকি রয়েছে অনেকটাই। তাই দিন রাত এক করে কাজ করে চলেছেন শিল্পীরা।