ভিনরাজ্যে আলুর ট্রাক সীমানায় আটকে দেওয়া হচ্ছে, এই অভিযোগে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। রবিবার থেকে শুরু হওয়া কর্মবিরতির জেরে পাইকারি বাজারে জোগান কমেছে আলুর। স্বাভাবিক ভাবেই, খুচরো বাজারেও চড়চড় করে বাড়ছিল দাম। বুধবার পঞ্চায়েত মন্ত্রী ও কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ধর্মঘট তুলে নেন আলু ব্যবসায়ীরা। কিন্তু তাতেও চট করে দম কমার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। কী কারণে ধর্মঘট প্রত্যাহারের পরও বেশি দামের আশঙ্কা?