KMC

‘গাছ লাগালে ডেঙ্গি হয়!’ সবুজ ধ্বংসের যুক্তি দিতে আবাসিকদের দাবি শোনালেন কাউন্সিলর

উল্টোডাঙায় একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে। কেন? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪ ১৯:০০
Share:
Advertisement

গাছ বাঁচানোর জায়গায় তা কেটে ফেলা হচ্ছে। উল্টোডাঙা হাডকো মোড় থেকে বাইপাস যাওয়ার পথে, সল্টলেক মোড় পর্যন্ত ডিভাইডার বরাবর বসানো হয়েছিল শতাধিক গাছ। সম্প্রতি অধিকাংশ গাছ উধাও। সেগুলি প্রায় গোড়া থেকে কেটে নেওয়া হয়েছে। এ ছাড়াও ছাঁটার নাম করে কেটে ফেলা হয়েছে গাছের মোটা মোটা ডালও। কে কাটল গাছ? কার অনুমতিতে? পুরসভার দাবি, ওই রাস্তায় রাতের দিকেও পুলিশি টহল চলে। আছে সিসি ক্যামেরাও। তা হলে গাছ কাটার ঘটনা পুলিসের চোখ এড়াল কী করে? এলাকায় খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement