Begum Khaleda Zia

দেশ ছেড়েছেন হাসিনা, বাংলাদেশের রাজনীতিতে ফের খালেদা-যুগের শুরু?

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে একে অপরের প্রতিদ্বন্দ্বী। হাসিনা সরকারের পতনের পরই মুক্ত গৃহবন্দি বিএনপি নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এক নজরে খালেদার উত্থান-পতন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৪ ২১:১২
Share:
Advertisement

দীর্ঘ কাল ‘দুই বেগমের যুদ্ধ’-এ আবর্তিত হয়েছে বাংলাদেশের রাজনীতি। পড়ুয়া আন্দোলনের জেরে পাঁচ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পরদিনই বাংলাদেশের রাষ্ট্রপতির ঘোষণা, মুক্তি দেওয়া হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে। ২০১৮ সালে দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন খালেদা। তার পর ২০২০ সাল থেকে অসুস্থতার কারণে শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও গৃহবন্দিই ছিলেন খালেদা। এ বারে স্থায়ী মুক্তি। কে খালেদা জিয়া? সামরিক অভ্যুত্থানে স্বামী তথা বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরই রাজনীতিতে আসা খালেদার। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিন বারের জন্য মসনদে বসেছেন। শেখ হাসিনার চির প্রতিদ্বন্দ্বী খালেদার বিরুদ্ধে অভিযোগ উঠেছে একের পর এক দুর্নীতি এবং ইসলামীয় সন্ত্রাসবাদী গোষ্ঠীকে মদত দেওয়ার। অসুস্থতার কারণে সরাসরি সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ কম থাকলেও, অন্তর্বর্তী সরকারে খালেদা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই ওয়াকিবহাল মহলের ধারণা। আনন্দবাজার অনলাইনে খালেদা জিয়ার পতন ও উত্থানের গল্প।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement