প্রতিবেদন: প্রচেতা
অবৈধভাবে কলেজ পড়ুয়াদের থেকে টাকা তোলা, টেট পরীক্ষায় ইন্টারভিউতে নম্বর কারচুপি-সহ একাধিক অভিযোগ রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে বিরুদ্ধে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একাধিকবার হাজিরাও এড়িয়েছেন। লুকআউট নোটিস জারি হওয়ার পরও তদন্তে ‘অসহযোগিতা’ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সোমবার সিজিও কমপ্লেক্সে রাতভর জিজ্ঞাসাবাদের পর, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি, শিক্ষক দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করল ইডি।