প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: বিজন
গণহত্যার বগটুইয়ে পঞ্চায়েতের ভোট। পরিবার হারিয়ে তৃণমূল ‘ছাড়লেন’ মিহিলাল শেখ। বিজেপির টিকিটে এবার বগটুই থেকেই প্রার্থী মিহিলালের স্ত্রী এবং ভাইপো। জ্বলন্ত ক্ষতে প্রলেপ দিয়ে জমি পুনরুদ্ধারে তৃণমূলও। ত্রিমুখী লড়াইয়ে নিভে যাওয়া সলতের মতো ক্ষীণ আলোয় অস্তিত্ব জানান দিচ্ছে বামেরা। কংগ্রেস নেই। বাম, বিজেপির দাবি, ভোটে প্রহসন না হলে ‘গণহত্যার জবাব’ দেবে বগটুই। অন্যদিকে শাসকের বক্তব্য, বগটুই স্রেফ এবং স্রেফ একটা বিচ্ছিন্ন ঘটনা। কোথাও কোনও প্রভাবই পড়বে না। ভোটের আগে যখন কার্যত সম্মুখ সমরে শাসক-বিরোধী, তখন বগটুই চায় শান্তি। পানীয় জল, নিকাশি, রাস্তা মেরমাতির মতো নাগরিক প্রয়োজন নয়। নির্দোষ অভিযুক্তদের ছেড়ে দেওয়া হোক, ভোটের আগে এই দাবিই তুলছে অসহায় পরিবার।