Weather Update

বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূমে হু হু নামবে পারদ, কলকাতা থাকবে শুষ্ক

পশ্চিমের চার জেলায় পারদ নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ১৭:৩৭
Share:
Advertisement

ডিসেম্বরের আভাস কি এখন থেকেই দিতে শুরু করেছে নভেম্বর? আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী চার থেকে পাঁচ দিন উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গেই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সামগ্রিকভাবে শুষ্ক আবহাওয়া থাকলেও পশ্চিমের চারটি জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্র কমতে পারে পাঁচ ডিগ্রি পর্যন্ত। কলকাতা থাকবে শুষ্ক। আলিপুর মৌসম ভবনের তরফে আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই চার জেলায় পারদ নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আনন্দবাজার অনলাইনকে তিনি আরও জানান, দক্ষিণ আন্দামানের কাছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের প্রভাব পড়বে না বাংলায়। এতে তাপমাত্রার সামান্য তারতম্য ঘটলেও ঘটতে পারে, এমনই মত মৌসম ভবনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement