প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
নভেম্বরের শেষ। রাতের দিকে তাপমাত্রা নামলেও দিনের বেলা রোদের তেজে গলদঘর্ম অবস্থা। হাওয়ায় ঋতুবদলের চিহ্ন স্পষ্ট। জাঁকিয়ে শীত পড়ার এই প্রাক্মুহূর্ত রোগবালাইয়ের আদর্শ সময়। স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, নানা ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা বেড়ে যায় এই সময়। পরিবারের বয়স্ক সদস্যদের নিয়ে স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তা বাড়ে এই ঋতু পরিবর্তনের সময়। কী ভাবে সুস্থ রাখবেন তাঁদের? উপায় বাতলে দিচ্ছেন কলকাতা মেডিক্যাল কলেজের জেরিয়াট্রিক মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক অরুণাংশু তালুকদার।