প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ, জেল থেকেই তিনি নিয়ন্ত্রণ করছেন নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের কাজ! সারা বাংলার অধ্যক্ষদের নিয়ে গঠিত সংগঠনের তরফে আজ এজেসি বোস কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি সাংবাদিক সম্মেলন ডেকে সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে এই অভিযোগ করেন। তাঁর দাবি, স্বাক্ষরহীন চিঠিতে নির্দেশ দেওয়া হচ্ছে। আরও একধাপ এগিয়ে তিনি বলেন, নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতি পদেও বহাল রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে বিষয়টি তাঁর গোচরে নিয়ে আসার চেষ্টা করলেও তা এখনও সম্ভব হয়নি। পূর্ণচন্দ্র মাইতির বক্তব্য, শিক্ষামন্ত্রীর তাঁদের সময় দেননি। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি আনন্দবাজার অনলাইনকে জানান, ‘‘নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদ সরকার অনুমোদিত নয়, তাই এখানে সরকার কোনও হস্তক্ষেপ করবে না।’’