প্রতিবেদন: শ্রাবস্তী, সম্পাদনা: সুব্রত
সুমিত্রা সেনের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। সকালবেলা মৃত্যুর খবর ছড়াতেই শিল্পীর বালিগঞ্জের বাড়িতে আসতে থাকেন অনুরাগীরা। আসেন ইন্দ্রনীল সেন, শ্রীকান্ত আচার্য, স্বপন বসু, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, জয় সরকার সহ বহু চেনা মুখ। সারা জীবনে প্রায় দেড়শো-র ওপর রবীন্দ্রনাথের গান রেকর্ড করেন, প্লে-ব্যাক করেন ১৬টি ছবিতে। উস্তাদ আলি আকবর খাঁ, পণ্ডিত রবিশঙ্কর, সলিল চৌধুরি, হেমন্ত মুখোপাধ্যায়- সহ বহু বিশিষ্ট শিল্পীর সঙ্গে কাজ করেছেন সুমিত্রা। দীর্ঘ দিন ধরে অধ্যাপনা করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। জীবনভর অবদানের জন্য পেয়েছেন ‘সঙ্গীত না়টক অ্যাকাডেমি’ সহ বহু সম্মাননা। রবীন্দ্রনাথের যে গান শিল্পীকে তাঁর শ্রোতাদের কাছে চিরস্থায়ী করে তুলেছিল, সেই গানে গানেই শিল্পী সুমিত্রা সেনকে চিরবিদায় জানালেন গুণমুগ্ধরা। ঠিক ১২ বছর আগে একইদিনে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রর প্রয়াণ হয়। দীর্ঘ দিনের দুই সহকর্মী বছর শুরুতেই যেন এক তানে মিলে গেলেন।