বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের ডাকে ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল। তার পাল্টা নবান্ন থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল যে কাজে যোগ না দিলে ‘সার্ভিস ব্রেক’ হবে কর্মীদের। সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সোমবার কলকাতা ও জেলায় জেলায় কর্মবিরতি পালন করেছিলেন সরকারি কর্মীদের একাংশ। মঙ্গলবারও দেখা গেল একই ছবি। সরকারি দফতরের পাশাপাশি বিক্ষোভে অংশ নিলেন বিভিন্ন আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সরকারি কর্মীরাও।