মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বনধ্? উত্তরবঙ্গে গিয়ে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বনধ্ ডাকার বিরোধিতা করে এ দিন তিনি বলেন, ‘‘কোনও বনধ্ হবে না। ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, পরিষ্কার করে বলে যাচ্ছি, আইন হাতে তুলে নিলে সরকার রেয়াত করবে না।” তাঁর আরও বক্তব্য, ‘‘বাংলাকে খোলা রাখতে হবে, সব চলবে। তবেই তো বাংলা এগিয়ে যাবে।” একই সঙ্গে ‘এনআরসি’ নিয়েও এদিন সরব হন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা আগেও বলেছি, এখনও বলছি। এনআরসি করতে দেব না। বঙ্গভঙ্গ করতে দেব না, ভাষা দিবসে এটা আমাদের সবার অঙ্কীকার।”