প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: অলোক
Watch Video: West Bengal Governor CV Ananda Bose gives speech in Bengali in Bengali Naba Barsha celebration event at Raj Bhavan dgtl
Headline: 'আমি বাংলার পূত্ররূপে পরিচিত হতে চাই', পয়লা বৈশাখের 'আনন্দধারা'য় রাজ্যপালের অঙ্গীকার
Strap: শনিবার বিকালে রাজভবনে নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে বাংলায় ভাষণ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
Body: সরস্বতী পূজায় বাংলায় হাতেখড়ি হয়েছিল তাঁর। তা নিয়ে তখন রাজনৈতিক কটাক্ষেরও শিকার হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ বারে পয়লা বৈশাখে রাজভবনের বিশেষ অনুষ্ঠানে মঞ্চ থেকে বাংলায় ভাষণ দিলেন তিনি। বললেন, ‘‘বাংলার বায়ুতে শ্বাসপ্রশ্বাস নিতে চাই।’’ এ দিনের অনুষ্ঠানে রাজ্যপাল সম্বর্ধনা দিলেন তাঁর বাংলা ভাষার দীক্ষাগুরু হেয়ার স্কুলের বাংলা শিক্ষককে। এ দিনের ‘আনন্দধারা’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, ঊষা উত্থুপ, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও আরও অনেক বিশিষ্ট জন।
পয়লা বৈশাখের দিন থেকে রাজভবনের দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হল। এ দিন সকালে ‘হেরিটেজ ওয়াক’-এর উদ্বোধন করেন রাজ্যপাল। এ বার থেকে যে কেউ ঘুরে দেখতে পারবেন রাজ্যের সাংবিধানিক প্রধানের আস্তানা।