Odisha Triple Train Accident

করমণ্ডল দুর্ঘটনায় নিখোঁজ পরিজন, ভুবনেশ্বর এমস-এ সহায়তা কেন্দ্র চালু পশ্চিমবঙ্গ সরকারের

করমণ্ডল দুর্ঘটনায় মৃত বাংলার ১০৩ জনের দেহ চিহ্নিত, ৯৭ জন এখনও হাসপাতালে, মঙ্গলবার কটকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
ভুবনেশ্বর শেষ আপডেট: ০৬ জুন ২০২৩ ২১:২৭
Share:
Advertisement

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের মধ্যে অনেকেই এ রাজ্যের। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এখনও পর্যন্ত বাংলার ১০৩ জনের দেহ চিহ্নিত করা গিয়েছে, ওড়িশার হাসপাতালে চিকিৎসাধীন ৯৭ জন। কিন্তু এখনও নিখোঁজ পরিজনের সন্ধানে হাসপাতাল থেকে হাসপাতালে চক্কর কাটছেন অনেক রাজ্যবাসী, যাঁদের মধ্যে অধিকাংশই নিম্নবিত্ত পরিবারের খেটে খাওয়া মানুষ। ভাষার সমস্যা, সমস্যা প্রশাসনিক লালফিতের ফাঁসের। অশনাক্ত দেহগুলিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজন ডিএনএ পরীক্ষা। প্রিয়জন হারানো মানুষগুলিকে সাহায্য করার জন্য ভুবনেশ্বর হাসপাতালে সহায়তা কেন্দ্র (হেল্প ডেস্ক) চালু করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার কটকে গিয়ে হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement