Odisha Triple Train Accident

হাসপাতালে আহতদের সঙ্গে কথা, অক্লান্ত পরিষেবার জন্য নার্সদের ধন্যবাদ মমতার

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের দেখতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

সৌরভ পাল
মেদিনীপুর শেষ আপডেট: ০৬ জুন ২০২৩ ১৯:১৬
Share:
Advertisement

ওড়িশার ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে প্রথমে কটক, তারপর মেদিনীপুর মেডিক্যাল কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের সঙ্গে কথা বলে তাঁদের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। গুরুতর জখম, এমন রোগীদের কলকাতায় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করার কথাও বলেন তিনি। কী ভাবে দুর্ঘটনা ঘটল, দুর্ঘটনার সময় কী করছিলেন, আহত যাত্রীদের থেকে নানাবিধ বিষয়ও জানতে চান তিনি। এরপর হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করতেও দেখা যায় তাঁকে। ‘চিকিৎসকদের প্রেসক্রিপশন দেখে যাবতীয় চিকিৎসা করেন নার্সরাই, তাই তাঁদের গুরুত্ব অপরিসীম’, নার্সদের ভূয়সী প্রশংসায় মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে আসার আগে নার্সদের অনুরোধে ছবিও তোলেন মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement