প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ
পূর্বনির্ধারিত সূচি মেনেই এ দিন দুপুর ১২টার সময় সাংবাদিক বৈঠক করে ২০২৩-এর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ বছর ১৪ মার্চ পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয় ২৭ মার্চ। ঠিক ৫৭ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করল সংসদ। বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে সংসদের ওয়েবসাইটে নিজেদের ফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। ৩১ মে সংসদের কাছ থেকে মার্কশিট সংগ্রহ করবে স্কুলগুলি।
উচ্চ মাধ্যমিকে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪, যা গত বছরের তুলনায় প্রায় ১ লক্ষ ১০ হাজার বেশি। এঁদের মধ্যে ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন পরীক্ষায় বসেছিলেন। পাশের হার ৮৯.২৫ শতাংশ। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুরে।