রাশিয়ার আকাশ ঢাকল কালো ধোঁয়ায়। সে দেশের পূর্বদিকে রয়েছে কামচাটকা উপদ্বীপ। সেই উপদ্বীপের অত্যন্ত সক্রিয় শিবেলুচ আগ্নেয়গিরি থেকে মঙ্গলবার মাঝরাতে আচমকা লাভা নিঃসরণ শুরু হয়। পর পর জোরালো বিস্ফোরণে আগ্নেয়গিরির ছাই এবং ধোঁয়া ১০ কিলোমিটার উঁচুতে উঠে যায়। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ৪ ইঞ্চি পুরু ছাইয়ের চাদরে ঢেকেছে আশেপাশের শহর এবং গ্রাম। রাশিয়ায় বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।