তালিবানি শাসনে মেয়েদের উপর জারি হচ্ছে নিত্যনতুন ফতোয়া। এবার সেই তালিকায় নয়া সংযোজন, সেখানে মেয়েরা আর রেস্তরাঁয় যেতে পারবেন না। আফগানিস্তানে রেস্তরাঁ ও অন্যান্য জায়গায় মেয়েরা আর হিজাব পরছেন না। তাই নিয়ে আপত্তি ছিল আফগান ধর্মগুরুদের। তাঁদের অভিযোগ, হিজাব না পরায় রেস্তরাঁগুলি নারী-পুরুষের মেলামেশার জায়গা হয়ে উঠেছে। তালিবান সরকারের মতে, এই সংমিশ্রণ কাম্য নয়। তাই, পার্ক-যুক্ত খোলামেলা রেস্তরাঁগুলিতে আর মহিলারা প্রবেশ করতে পারবেন না বলে জানাল তালিবান সরকার।