শুরু হবে চারধাম যাত্রা। প্রতি বছরের মতো নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বন্ধ ছিল কেদারনাথ মন্দির। তার পর অতিরিক্ত তুষারপাতের কারণে বন্ধ ছিল প্রস্তুতি। গত ১১ এপ্রিল থেকে শুরু হয়েছে বরফ পরিষ্কারের কাজ। আগামী ২৫ এপ্রিল থেকে কেদারনাথ মন্দির খুলে যাবে পুণ্যার্থীদের জন্য। ৬ লক্ষ ৩৪ হাজারেরও বেশি পুণ্যার্থী নাম নথিভুক্ত করেছেন চারধাম যাত্রার জন্য। তাঁদের জন্য থাকছে কোভিড সংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থাও। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানিয়েছেন, চার ধাম যাত্রার আগে পুণ্যার্থীদের স্বাস্থ্যপরীক্ষা করা হবে। যাত্রার সময়ে চিকিৎসার সুবিধা করে দিতে চালু হবে স্বাস্থ্য এটিএম।