আবাস যোজনায় টাকা পাওয়ার প্রতিশ্রুতিতে বাড়ি বানানোর কাজ শুরু করেও মাঝপথে থামিয়ে দিতে বাধ্য হয়েছেন বৈদ্যবাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের একাধিক বাসিন্দা। প্রকল্পের ভরসায় কাঁচা বাড়ি ভেঙে বাড়ি বানানো শুরু করেন উপভোক্তা যমুনাবালা দাস সহ অনেকেই। ২০১৮-১৯ অর্থবর্ষে অনুমোদিত হওয়া মোট ৭২০ টি বাড়ির কাজ চলছে এই প্রকল্পে। প্রথম কিস্তি অনুযায়ী ৫০ হাজার টাকা পেয়ে বাড়ির ভিত তৈরি করলেও পরবর্তী ক্ষেত্রে টাকা আসা বন্ধ হয়ে যায়। শীতের মধ্যে এলাকার ক্লাবের দরমার ঘরে পরিবার সহ আশ্রয় নেন বাসিন্দারা। প্রকল্পের নিত্যনতুন নিয়ম কাজে ব্যাঘাত ঘটাচ্ছে বলে জানান পুরপ্রধান পিন্টু মাহাতো।