প্রতিবেদন: বৃষ্টি, সম্পাদনা: অলোক
গান শোনা আর খাওয়াদাওয়ার যুগলবন্দি সকলেরই প্রিয়। এমনই এক আসরের সাক্ষী থাকল কলকাতা। এক রেস্তরাঁর অনুষ্ঠানে মধ্যমণি ঊষা উত্থুপ। সঙ্গীতশিল্পী হয়ে ওঠার যাত্রার শুরুটা কেমন ছিল? ‘‘পার্কস্ট্রিটের ক্লাবে অনেক আগে গান গাইতে শুরু করেছিলাম। তখন লালবাজার থেকে গান করার লাইসেন্স নিতে হত,’’ স্মৃতিচারণায় শিল্পী। ইংরেজি, পুরনো হিন্দি গান এবং রবীন্দ্রসঙ্গীতে জমে উঠল আসর। গলা মেলালেন দর্শকেরাও। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় শার্লক হোমস ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। নিজের অভিনীত চরিত্রটি নিয়ে উচ্ছ্বসিত শিল্পী।দর্শকদের নানা স্বাদের গান উপহার দিয়েছেন। নামকরা সঙ্গীতশিল্পী তাই বলে কি কলকাতার ‘স্ট্রিট ফুড’ থেকে বঞ্চিত থাকবেন? কী বললেন বর্ষীয়ান শিল্পী?