প্রতিবেদন, চিত্রগ্রহণ ও সম্পাদনা: তীর্থঙ্কর
রমজানের মাস। নাখোদা মসজিদ সংলগ্ন জ়াকারিয়া স্ট্রিট জুড়ে হরেকরকম কবাব, তন্দুর, শিরমল, হালিম, ফিরনির সম্ভার। তবে জ়াকারিয়া-কলুটোলা মানে শুধু এটুকুই নয়। এই অঞ্চলেই রয়েছে সাগর দত্তের বাড়ি, যাঁর নামে কামারহাটিতে সরকারি হাসপাতাল রয়েছে। বা বদনচন্দ্র রায়ের ভিটে, তাঁর পরিবারের দান করা জমিতে গড়ে উঠেছিল মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগ। এর পাশাপাশিই দেখা মিলবে ইউনানি দাওয়াখানা আর আতরের দোকানের। এ শহরের সম্প্রদায়ে সম্প্রদায়ে সহাবস্থানের ঐতিহ্য চাক্ষুষ করতে এক বার ঘুরে আসতেই হবে জ়াকারিয়া-কলুটোলা ও সংলগ্ন পাড়াগুলিতে। সেই অভিজ্ঞতার শরিক হতে কলকাতার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা হাজির হয়েছিলেন এ এলাকায়, সঙ্গী গবেষক সাবির আহমেদ। সাবির ঘুরে দেখালেন এক অন্য কলকাতা, যেখানে কয়েকশো বছরের পুরনো জমিদার বাড়ির নাটমন্দির থেকে শোনা যায় মগরিবের আজান, দুর্গামন্দিরের ঘণ্টাধ্বনি মিশে যায় নাখোদা ফেরত মুসল্লিদের কলরবে।