২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৭টি নতুন বাংলা ফন্টের উদ্বোধন করল রাষ্ট্রপুঞ্জ। ঢাকায় এই ফন্টের উদ্বোধন করলেন অভিনেত্রী জয়া আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি স্টেফান লিলার। ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি প্রথম অফলাইনে ইউএন ফন্টের উদ্বোধন হয়েছিল। চলতি বছর থেকে বিশ্বের সব বাংলা ভাষাভাষীর মানুষ এই নতুন ৭টি ফন্টে লেখালেখি করতে পারবেন। মূলত বাংলা লেখার হরফে বৈচিত্র আনতেই এই সাত নতুন ধরনের ফন্টের উদ্বোধন করা হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।