সম্পাদনা: ঋতুরাজ
২৮ বছর আগে পোস্ট করা চিঠি হাতে পেয়ে হতচকিত প্রাপক। বিবিসি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনা ঘটেছে ব্রিটেনে। নর্থাম্বারল্যান্ডের বাসিন্দা ৬০ বছরের জন রেনবো সম্প্রতি এই চিঠি হাতে পেয়েছেন। বিবিসি-কে তিনি জানিয়েছেন, এই চিঠির প্রাপক আসলে তিনি নন। যাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, তাঁর নাম ভ্যালেরি জার্ভিস। ঘটনাচক্রে ২০১০ সাল পর্যন্ত নর্থাম্বারল্যান্ডের এই ঠিকানায় (চিঠির গন্তব্য) থাকতেন তিনি। ২০১৫ সালের পর সেই বাড়ির মালিকানা বদল হয়, মালিক হন জন রেনবো। আট বছর ধরে জন রেনবো তাঁর স্ত্রীকে নিয়ে এই বাড়িতেই থাকছেন। ২৮ বছর আগের চিঠি হাতে পেয়ে জন রেনবোর প্রথম মনে হয়েছিল, সেটি সম্ভবত একটি ক্রিসমাস কার্ড। পরে সেই চিঠি পড়ে তিনি বুঝতে পারেন, সেখানে বর্ণিত রয়েছে আঠারো শতকের জীবনচর্যা।