Bengali Film Director

‘সত্যজিতের সুড়সুড়ি দিয়ে বায়োপিক বানাইনি’, অনীক দত্তকে আক্রমণ করলেন শুভ্রজিৎ

সমাজমাধ্যমে সৃজিত মুখোপাধ্যায়ের করা একটি পোস্টে পরিচালক অনীক দত্ত ও শুভ্রজিৎ মিত্রের বিতর্ক তৈরি হয়। এই বিতর্কের অন্যতম কেন্দ্রীয় চরিত্র পরিচালক মধুর ভাণ্ডারকর।

প্রতিবেদন: স্রবন্তী, সম্পাদনা: অলোক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ১৩:২৩
Share:
Advertisement

সমাজমাধ্যমে বিতর্কে পরিচালকদ্বয়-অনীক দত্ত ও শুভ্রজিৎ মিত্র। সমাজমাধ্যমে সৃজিত মুখোপাধ্যায় ও মধুর ভাণ্ডারকরের একটি ছবি থেকে সৃষ্টি হয় বাদানুবাদ। শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘অভিযাত্রিক’ ছবির নিবেদক মধুর ভাণ্ডারকর। তাঁর সঙ্গে নরেন্দ্র মোদি-অমিত শাহকে ঘন ঘন দেখতে পাওয়া যায় বলে ‘অভিযাত্রিক’-এর জাতীয় পুরস্কার জয়কে ‘কাকতালীয়’ বলে ব্যঙ্গ করেন অনীক। এর পাল্টা জবাবে শুভ্রজিৎ বলেন অনীক দত্ত ‘অভিযাত্রিক’ দেখে তাঁর ‘অপরাজিত’ ছবির টেকনিশিয়ান নির্বাচন করেছিলেন। কিন্তু অনীক কৃতজ্ঞতা স্বীকার করেননি বলে শুভ্রজিৎ অভিযোগ করেন। নাম না করে উপরন্তু ‘অপরাজিত’ ছবিকে উদ্দেশ্য করে তিনি বলেন “সত্যজিতের সুড়সুড়ি দিয়ে বায়োপিক বানাইনি”।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement