প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: সুব্রত
আড়াই বছর বয়সে বুঝতে পেরেছিলেন জন্মসূত্রে প্রাপ্ত ‘পুরুষ’ পরিচয় তাঁর আসল পরিচয় নয়। মেয়ে বন্ধুদের সঙ্গে মিশতেই স্বছন্দ্য বোধ করতেন বেশি। নিজের পরিচয় প্রতিষ্ঠার পথে অজস্র বাধা এসেছে। তারই মধ্যে জি২০ সামিটের মঞ্চে একজন রূপান্তরকামী মহিলা হিসাবে ‘ইউথ আইকন’ হয়ে বক্তৃতা করার সুযোগ পেয়েছেন। সাফল্যের দিকে একটু একটু করে এগোচ্ছেন অনুপ্রভা। তবে তিনি আর এখন শুধুই নিজের কথা ভাবেন না। তাঁর এখনকার লড়াই আগামী প্রজন্মের জন্য।