Sagardighi By Election

সাগরদিঘিতে কংগ্রেস-বিজেপির হাত মেলানোর ছবি, ‘অশুভ আঁতাঁতের’ অভিযোগ তৃণমূলের

সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচন। সকাল ৭টায় কড়া নিরাপত্তার মধ্যে ২৪৬টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
সাগরদিঘি শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪২
Share:
Advertisement

সাগরদিঘি উপনির্বাচনে সামসাবাদ বুথ পরিদর্শনে গিয়েছিলেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস আর বিজেপি প্রার্থী দিলীপ সাহা। সংবাদমাধ্যমের সামনে হাত মেলাতে দেখা যায় যুযুধান দুই পক্ষের প্রার্থীদের। সেই ছবি তুলে ধরে ‘অশুভ আঁতাঁতের’ তত্ত্বে শান দিতে শুরু করল তৃণমূল। গত রবিবারই সাগরদিঘিতে গিয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যে পারস্পরিক সমঝোতার অভিযোগ তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বাইরনের একটি ছবিও দেখিয়েছিলেন তিনি। তার প্রেক্ষিতে বাইরন-দিলীপের হাত মেলানোর দৃশ্য নিয়ে চর্চা শুরু হয়ে রাজ্য রাজনীতিতে। যদিও কংগ্রেস এবং বিজেপি দু’পক্ষেরই দাবি, হাত মেলানো নিছকই ‘সৌজন্য বিনিময়’ ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement