প্রতিবেদন: তীর্থঙ্কর
সতেরো দিনের মাথায় প্রেসিডেন্সির এসএফআই কর্মী-সমর্থকেরা তাঁদের অবস্থান বিক্ষোভ তুলে নিলেন। ১৭ জানুয়ারি থেকে ছাত্রছাত্রী সংসদ নির্বাচন-সহ চার দফা দাবি নিয়ে অবস্থানে বসেন তাঁরা। এসএসএফআইয়ের তরফ থেকে আনন্দবাজার অনলাইনকে জানানো হয় যে কলেজ কর্তৃপক্ষ 'আংশিক ভাবে' তাঁদের চার দফা দাবি মেনে নিয়েছে। সেই কারণেই তাঁরা অবস্থান তুলে নিয়েছেন বলে জানাচ্ছেন প্রেসিডেন্সির এসএফআই নেতৃত্ব। তবে তাঁদের এও বক্তব্য, দাবি সম্পূর্ণ না মেটা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। নির্বাচন নিয়ে জট কাটানোর উদ্দেশ্যে সরকার, কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের প্রতিনিধিদের ত্রিপাক্ষিক বৈঠক চায় এসএফআই।