৩৭০ বছরে এই প্রথম বার। তাজমহলের সম্পত্তি কর এবং জলের বিল বাবদ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের (এএসআই) কাছে ১ কোটি টাকা দাবি করল উত্তরপ্রদেশের যোগী সরকার। শুধু তাজমহলই নয়, মুঘল সম্রাট আকবর নির্মিত আগরা ফোর্টের কর বাবদ দাবি করা হয়েছে ৫ কোটি টাকা। উত্তরপ্রদেশের যোগী সরকারের নোটিস পাওয়ার কথা স্বীকার করেছেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের আধিকারিক রাজকুমার পটেল। তবে পটেল সাহেব আশাবাদী, যেহেতু স্মৃতিসৌধের জন্য আলাদা করে কোনও সম্পত্তি কর নেওয়া হয় না, সেক্ষেত্রে অনিচ্ছাকৃত এই ভ্রম খুব শীঘ্রই সংশোধিত হবে। জলের বিল সংক্রান্ত বিষয়ে তাঁর বক্তব্য, তাজমহল বাণিজ্যিক কারণে কোনও জল ব্যবহার করে না। আর সৌধের ভিতরে যতটুকু জল ব্যবহৃত হয় তা একেবারেই জনপরিষেবায় নিয়োজিত। সেখানে কর দেওয়ার কোনও প্রশ্নই নেই।