এলাকার একমাত্র হিন্দি মাধ্যম বিদ্যালয়। ছাত্রছাত্রীর সংখ্যা একশোর বেশি। বানারহাট ব্লকের মোগলকাটা টিজি হিন্দি জুনিয়ার হাইস্কুল চলছে একজন শিক্ষিকার ভরসায়। এর পরেও রয়েছে পরিকাঠামোগত সমস্যা। নেই পাঁচিল, শৌচালয় ব্যবহারের অযোগ্য, টিফিন খাওয়ার জন্য নেই যথাযথ জায়গা। মাঠে অস্বাস্থ্যকর পরিবেশেই চলে মিড ডে মিল প্রকল্প। রয়েছে পানীয় জলের সমস্যা। এ ভাবেই বছরের পর বছর চলছে স্কুল। মোগলকাটা চা-বাগান, তোতাপাড়া চা-বাগান এলাকার একমাত্র হিন্দি বিদ্যালয়ের সমস্যা স্থানীয় প্রশাসন জেনেও কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। এলাকার বাসিন্দাদের দাবী, চা-বাগানে থাকা স্কুলটির পরিকাঠামো উন্নয়নে কাজ করুক স্থানীয় প্রশাসন।