প্রতিবেদন: তীর্থঙ্কর
চাকরির পরীক্ষায় পাস করেও ‘বেকার’। ৮ বছরের দীর্ঘ অপেক্ষার পরও অধরা শিক্ষকতা করার স্বপ্ন। আদালত নির্দেশ দিয়েছিল, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশ করতে হবে মেধা তালিকা। ডিসেম্বরেও সেই তালিকা প্রকাশে ব্যর্থ কমিশন। কোথায় রয়েছে শূন্যস্থান, কোথায় প্রয়োজন নিয়োগ? ফাঁকা স্কুল, শিক্ষাকর্মীর অপ্রতুলতা— মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, মালদা, নদিয়া, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, আলিপুরদুয়ার, কোচবিহারের একাধিক উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ‘হতশ্রী’ ছবি তুলে ধরল ২০১৪ ‘আপার প্রাইমারি’ মঞ্চ। কোথাও ৭০০ পড়ুয়ার জন্য রয়েছেন একজন শিক্ষক, কোথাও আবার শিক্ষকের অভাবে উঠে গিয়েছে স্কুল, সার্ভেতে উঠে এল এমনই তাজ্জব করে দেওয়া তথ্য।