প্রতিবেদন: সৌরভ ও প্রচেতা, সম্পাদনা: শুভাশিস
নতুন বছরের প্রথম দিনেও রুটিনে কোনও বদল নেই। যেখানে বছরের শেষ সূর্যাস্ত হয়েছিল, সেই আন্দোলন মঞ্চেই হল নতুন বছরের ভোর। কলকাতা প্রেস ক্লাবের সামনের ফুটপাথ থেকে বিধাননগর হয়ে ধর্মতলার কাছে গান্ধীমূর্তির পাদদেশ— নতুন বছরে এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলনের বয়সে যুক্ত হল আরও একটা নতুন সংখ্যা। সময়পঞ্জি যখন ২০২৩-এ পা দিল তখন আন্দোলনের বয়স হল ৬৫৮ দিন। আন্দোলনকারীদের নতুন বছর শুরু হল চোখের জলে। ‘বেকারত্বের শুভেচ্ছা’ জানিয়ে আন্দোলনের ইতি ঘটিয়ে চাকরি নিয়ে বাড়ি ফিরতে চাইলেন মতিউর রহমান, তনয়া বিশ্বাস, ইলিয়াস বিশ্বাস, অভিষেক সেন, শম্পা বিশ্বাস, শুভদীপ মান্নার মতো চাকরিপ্রার্থীরা।