Lakshmi Puja 2023

কে বলে বাঙালির ব্যবসাবুদ্ধি নেই? সেই স্বদেশি যুগ থেকে লক্ষ্মীসাধনায় রত সুলেখা কালি

বিশ শতকের গোড়ার দিকেই বাঙালির ঘরে ঘরে পৌঁছে গেছিল সুলেখার ঝর্না কলমের কালি। আশির দশকে বন্ধ হয়ে যায় সংস্থা। আবার অতিমারির সময় থেকে কালির নতুন সম্ভার নিয়ে হাজির সুলেখা ওয়ার্কস।

প্রতিবেদন ও চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ১০:০৬
Share:
Advertisement

১৯৩০-এর দশকে অবিভক্ত বাংলার রাজশাহীতে আবির্ভাব। তার পর, ৪০ এর দশক থেকে কলকাতায়। যাদবপুর সন্নিহিত একটি এলাকা আজও পরিচিত সুলেখা মোড় নামে। বাঙালি জীবনের পরম্পরার এক টুকরো অংশ সুলেখার কালি। বাঙালির ব্যবসা হয় না, নিন্দকদের এ কথা ভুল প্রমাণ করার দলিল ঝর্না কলম কালির এই কারখানা। আশির দশকে থমকে যাওয়ার পর আবার নতুন করে পথ চলা শুরু একবিংশ শতকের গোড়ার দিকে। অতিমারির সময় ফিরে এল সুলেখার কালি। বাড়ল রঙের তালিকা। আদ্যন্ত এই বাঙালি ব্যবসায়ী প্রতিষ্ঠানের অতীত বর্তমানের গল্প আনন্দবাজার অনলাইনে। শুধু ফেলে আসা সুদিনের রোমন্থন নয়, রইল স্বদেশি কালির আগামীর ভাবনার কথাও। সঙ্গে কালি বানানোর ল্যাবরেটরির অন্দরের ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement