সম্পাদনা: বিজন
মুর্শিদাবাদের ডোমকল বসন্তপুর কলেজের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলছে শেখপাড়া জিডি কলেজে। মঙ্গলবার পরীক্ষাকেন্দ্রে শিক্ষকদের নজরদারি নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন বেশ কিছু ছাত্র। মঙ্গলবার পরীক্ষা শেষে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের এক দফা গন্ডগোল হয়। ভাঙচুর করা হয় কলেজের সিসিটিভি, কম্পিউটার-সহ অন্যান্য আসবাব। বুধবার নতুন নির্দেশিকা জারি করে কলেজে তরফে বলা হয় যে ট্রান্সপারেন্ট বোর্ড, প্রয়োজনীয় নথি ও জলের বোতল ছাড়া আর কিছু নিয়ে হলে ঢোকা যাবে না। তার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরীক্ষার্থীরা। চলে ভাঙচুর, ইট বৃষ্টি। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। পরীক্ষার্থীদের দাবি, তাঁরা অতিমারির সময়ে পাশ করেছেন, তাই তাঁদের টোকাটুকি করতে দিতে হবে।