elephant attack

দিনভর ধূপগুড়ি শহরে তাণ্ডব জোড়া হাতির, জখম তিন

সোমবার ভোরে ধূপগুড়ির কলেজপাড়া এলাকায় হাতি দু’টিকে দেখতে পান গ্রামবাসীরা। তার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সকলের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতর।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৬
Share:
Advertisement

সাতসকালে শহরে ঢুকেছিল দু’টি হাতি। আলুর জমিতে দাপিয়ে, ঘর ভেঙে দিনভর তাণ্ডব চালাল তারা। সোমবার এই ঘটনা ঘটছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। ভোর সাড়ে ৪টে নাগাদ ধূপগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ড কলেজপাড়া এলাকায় হাতি দু’টিকে দেখতে পান গ্রামবাসীরা। তার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সকলের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতর। হাতি তাড়ানোর কাজ শুরু হয়। এর মধ্যেই জখম হন ৩ জন। তাঁদের জলপাইগুড়ি এবং ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement