প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: সুব্রত
কুস্তিগিরদের যৌন নির্যাতন এবং হেনস্থার প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে ধর্না। শারীরিক হেনস্থার অভিযোগ তুলে জাতীয় কুস্তি সংস্থার সভাপতি বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংহের শাস্তির দাবিতে আন্দোলন করছেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বিনেশ ফোগটরা। পদকজয়ী কুস্তিগিরদের সমর্থনে এবার কলকাতায় সংহতি মিছিল। ব্রিজভূষণ সিংহের অপসারণ এবং গ্রেফতার, শারীরিক নির্যাতনে অভিযুক্ত জাতীয় কোচদের শাস্তি, প্রতিটি ক্রীড়া ক্ষেত্রে অভিযোগ নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট ‘সেল’ গঠন-সহ আরও একাধিক দাবিকে সামনে রেখেই এ দিন সংহতি মিছিল করল কলকাতা। বৃহস্পতিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিলে সামিল হলেন প্রাক্তন জাতীয় ফুটবলার কম্পটন দত্ত-সহ আরও অনেকে। সংহতি যাত্রায় শামিল না হতে পারলেও জাতীয় কুস্তিগিরদের এই আন্দোলনে পাশে থাকার বার্তা দিয়েছেন অপর্ণা সেন।