Karnataka CM

কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে সিদ্দারামাইয়াই, শিবকুমার পেলেন উপমুখ্যমন্ত্রিত্ব

প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বও সামলাবেন ডিকে শিবকুমার। বৃহস্পতিবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে নবনির্বাচিত কংগ্রেস বিধায়কদের বৈঠকে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার সম্ভাবনা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ মে ২০২৩ ১৪:৩৯
Share:
Advertisement

ফল ঘোষণার পরে পাঁচ দিন কেটে গিয়েছে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে কর্নাটকে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল কংগ্রেস। বৃহস্পতিবার এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেনুগোপাল জানান, মুখ্যমন্ত্রীর আসনে বসছেন সিদ্দারামাইয়াই, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, “উপমুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতির পদেও বহাল থাকবেন শিবকুমার।” বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কর্নাটকের নবনির্বাচিত কংগ্রেস বিধায়কদের বৈঠক ডেকেছেন শিবকুমার। সেখানেই আনুষ্ঠানিক ভাবে সিদ্দারামাইয়ার নাম ঘোষণা করা হতে পারে।

২২৪ আসনের কর্নাটক বিধানসভায় এ বার ১৩৫টি জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। সহযোগী ‘সর্বোদয় কর্নাটক পক্ষ’ জিতেছে ১ আসনে। তার পর থেকেই মুখ্যমন্ত্রীত্ব নিয়ে টানাপড়েন চলছিল কংগ্রেসের অন্দরে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হতে চেয়ে দরবার করছিলেন শিবকুমার। অন্য দিকে, সিদ্দারামাইয়ার পিছনে অধিকাংশ বিধায়কের সমর্থন আছে বলে খবর পাওয়া যাচ্ছিল। রবিবার নবনির্বাচিত কংগ্রেস বিধায়কদের বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রী মনোনয়নের ভার দেওয়া হয় মল্লিকার্জুন খড়্গেকে। পাশাপাশি, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নেতৃত্বে ৩ কেন্দ্রীয় পর্যবেক্ষককে বিধায়কদের সঙ্গে ব্যক্তিগত স্তরে আলোচনা করে মুখ্যমন্ত্রী পদে তাঁদের ‘পছন্দ’ জানার নির্দেশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার সেই রিপোর্ট জমা পড়েছে দলের সর্বভারতীয় সভাপতির কাছে। সংখ্যাগরিষ্ঠ বিধায়ক সিদ্দাকেই মুখ্যমন্ত্রী চেয়েছেন বলে এআইসিসির একটি সূত্র জানাচ্ছে। আগামী ২০ মে শপথ নিতে পারেন ভাবী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement