Sidharth Kiara Wedding

গোপনীয়তার স্বার্থে সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে নিষিদ্ধ মোবাইল ফোন

২০২১-এর ‘শেরশাহ’ ছবি তৈরির সময়ে প্রেম শুরু সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর। মঙ্গলবার তাঁদের বিয়ে, তার জন্যই জাঁকজমকপূর্ণ আয়োজন চলছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২২
Share:
Advertisement

মঙ্গলবার সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর বিয়ের আসরকে ঘিরে সরগরম জয়সলমেরের সূর্যগড় প্রাসাদ। সঙ্গীতের আসর চলেছে সোমবার ভোর চারটে পর্যন্ত। এ বারে সাজ সাজ রবে প্রস্তুতি চলছে মেহেন্দি-হলদির। মঙ্গলবার বিয়ে। এলাহি আয়োজন। ১০০ জন অতিথির জন্য সূর্যগড় প্রাসাদে বরাদ্দ ৮০টি ঘর ও ৭০টি বিলাসবহুল গাড়ি। রাজস্থানি লোকশিল্পের আসর থেকে ওড়না, শাড়ি, চুড়ি, পুতুলের পসরা— সূর্যগড় প্রাসাদে অতিথিদের জন্য থাকছে মনোরঞ্জনের বিভিন্ন ব্যবস্থা। গোপনীয়তা রক্ষার জন্য মঙ্গলবারের অনুষ্ঠানে নিষিদ্ধ করা হয়েছে মোবাইল ফোনের ব্যবহার। আমন্ত্রিতের তালিকায় রয়েছেন ইশা অম্বানী, কর্ণ জোহর, শাহিদ কপূরের মতো বলিউডের পরিচিত অনেক মুখ। ১২ ফেব্রুয়ারি মুম্বইতে সাংবাদিক এবং ইন্ডাস্ট্রির সবার আমন্ত্রণ সিদ্ধার্থ-কিয়ারার প্রীতিভোজে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement