Delhi Mayor

পেশা অধ্যাপনা, শখ লেখালিখি, দিল্লির নতুন মেয়র আপের শেলি ওবেরয়

২০২২ সালের ডিসেম্বরে দিল্লি পুরসভার নির্বাচন হয়। তার পরে তিন বার মেয়র নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও বন্ধ হয়ে যায়। অবশেষে বুধবার ভোটে জয়ী হলেন শেলি।

ভিডিয়ো সৌজন্য: পিটিআই

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৩
Share:
Advertisement

বুধবার দিল্লি পুরসভার নতুন মেয়র নির্বাচিত হলেন শেলি ওবেরয়। আপের মহিলা শাখার সহ-সভাপতি বিজেপির প্রার্থী রেখা গুপ্তকে হারালেন ৩৪ ভোটে। শেলি পেয়েছেন ১৫০টি ভোট। রেখার ঝুলিতে ১১৬ ভোট। শেলির জয়ের কথা ঘোষণা হতেই উচ্ছ্বাসে মাতেন আপের কর্মীসমর্থকেরা। উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া শেলির জয়ের খবর জানিয়ে টুইটারে লেখেন, “দিল্লির জনতার কাছে গুন্ডাদের পরাজয় হয়েছে। দিল্লি পুরসভার মানুষ পেলেন আপের মেয়র। এ জন্য দিল্লির মানুষ এবং আপ কর্মীদের শুভেচ্ছা জানাচ্ছি।”

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক শেলি দর্শনশাস্ত্রে পিএইচডি। নানা বিষয়ে তাঁর লেখালিখি পাঠক মহলে সমাদর পেয়েছে। পাশাপাশি তিনি ‘ইন্ডিয়ান কমার্স অ্যাসোসিয়েশন’-এর আজীবন সদস্যও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement