নদিয়ার বিলম্বিত স্বাধীনতা প্রাপ্তিতে প্রথম উত্তোলিত পতাকা, চৈতন্যের নিজের হাতে লেখা তালপাতার পুঁথি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেওয়া তাঁতের কাপড়ের মানপত্র বা শরৎচন্দ্রের হস্তাক্ষর— এমনই অনেক ঐতিহাসিক সামগ্রীর দেখা পাওয়া যাবে নদীয়ার শান্তিপুরের পাবলিক লাইব্রেরি সংলগ্ন সংগ্রহশালায়। শুধু তাই নয়, চাক্ষুষ করতে পারেন শান্তিপুরের জগৎ বিখ্যাত তাঁতের বিবর্তনের ইতিহাসও। নদিয়া তো বটেই, বাংলার ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ নথি ও দ্রষ্টব্যের খোঁজ মিলবে প্রচারের আলোকবৃত্তের বাইরে থেকে যাওয়া এই সংগ্রহশালাতে।