Yami Goutam

“আমি তো এখন বাঙালিই”, কলকাতায় এসে বললেন ইয়ামি গৌতম

অনিরুদ্ধ রায়চৌধুরির নতুন ছবি ‘লস্ট’-এর বিশেষ প্রদর্শনীতে শহরে ইয়ামি গৌতম।

প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ ও সম্পাদনা: ঋতুরাজ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৪
Share:
Advertisement

অনিরুদ্ধ রায়চৌধুরির নতুন ছবি ‘লস্ট’-এর বিশেষ প্রদর্শনীর জন্য শহরে ইয়ামি গৌতম। গোয়ার পরে শহরের একটি সিঙ্গল স্ক্রিনে দেখান হল ছবিটি। ‘লস্ট’, একজন মহিলা সাংবাদিকের রহস্য উদ্‌ঘাটনের গল্প। একটি থ্রিলার। অরিন্দম শীল, বিক্রম ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী‌-সহ টলিউডের পরিচিত মুখগুলি একসঙ্গে দেখা গেল বুধবার সন্ধ্যায়। ছিলেন ছবির অন্য কলাকুশলীও। ছবির প্রদর্শনকে কেন্দ্র করে দু’দিনের ঝটিকা সফরে এসে ইয়ামি বললেন, “আমি তো এখন বাঙালিই”। দীর্ঘ দিন ধরেই বিজ্ঞাপনের সঙ্গে সঙ্গে হিন্দি ভাষায় কাজ করছেন অনিরুদ্ধ। কলকাতাকে কেন্দ্র করে তৈরি হওয়া ‘লস্ট’ আঞ্চলিকতার ঊর্ধ্বে গিয়ে ভারতীয় ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। এক দিকে যেমন ইয়ামি গৌতমের অভিনয়, অন্য দিকে অনিরুদ্ধর পরিচালনা- এই যৌথ প্রয়াস দেখতে উন্মুখ সকলেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement